অস্ট্রেলিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. সাজ্জাদ হোসেন
ড. সাজ্জাদ হোসেন।
বাংলাদেশে উচ্চশিক্ষার প্রসারে অবদান রাখায় অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন (এএবিএল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য (ইউজিসি) ড. সাজ্জাদ হোসেন।
রোববার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার তিনি এ অ্যাওয়ার্ড পেয়েছেন বলে জানান এএবিএলের ভাইস প্রেসিডেন্ট।
বিজ্ঞাপন
ড. সাজ্জাদ হোসেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) একজন পরিচালক। তিনি ১৯৬৮ সালের ১৬ ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। প্রফেসর সাজ্জাদ হোসেন মস্কো টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় কোয়ান্টাম কম্পিউটিং, ইন্টারনেট অব থিংস, ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটা প্রযুক্তি ইত্যাদি। বর্তমানে তিনি এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এনএম/এফকে
বিজ্ঞাপন