রপ্তানির নামে আত্মসাৎ, ডো এম্পেক্স লিমিটেডের ব্যাংক হিসাব স্থগিত
প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানির নামে বিদেশ থেকে টাকা আনা হতো। আদতে বিদেশে কিছুই রপ্তানি করা হতো না। উল্টো প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করায় সরকার থেকে প্রণোদনার বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে রাজধানীর বিজয়নগর এলাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান ডো এম্পেক্স লিমিটেড। এসব অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় প্রতিষ্ঠানটির সব ব্যাংক হিসাব স্থগিতের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৩ মার্চ) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁঞার আদালত এ আদেশ দেন। একই আদেশে প্রতিষ্ঠানটির সব লেনদেনের তথ্য মামলার তদন্ত কর্মকর্তাকে দিতে আদেশ দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা ইউনিটের উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন এ আবেদন করেন।
বিজ্ঞাপন
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৪ জুলাই থেকে ৭ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে অ্যাগ্রো প্রসেসিং ফুড ঘোষণায় কাস্টমসে ১৩টি বিল অব এক্সপোর্ট দাখিল করে। তবে তারা জাল-জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করে পণ্য রপ্তানি করেনি। উল্টো সরকারের দেওয়া প্রণোদনার টাকা আত্মসাৎ করে। এই অভিযোগে ২০২২ সালের ১৭ এপ্রিল চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় ৮ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের নামে মামলা হয়। চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা এস এম জিয়াউল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানটি কী পরিমাণে সরকারঘোষিত প্রণোদনার টাকা আত্মসাৎ করেছে- তার সঠিক তদন্তের জন্য প্রতিষ্ঠানটির সব লেনদেন এবং ব্যাংক হিসাব পিবিআইকে দিতে বলা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি যাবতীয় আর্থিক লেনদেন স্থগিত করার আদেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এমআর/জেডএস