তেজগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনী
রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে লাগা আগুন ভয়াবহ আকার ধারন করেছে। আগুন নেভাতে বেশ বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এ অবস্থায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল।
সোমবার (১৩ মার্চ) রাতে আইএসপিআর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। দুই ঘণ্টার বেশি সময়েও নিয়ন্ত্রণে আসেনি আগুন।
তেজগাঁওয়ের বস্তিতে লাগা আগুনে কয়েকশ ঘরে পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
স্থানীয়রা বলছেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে প্রায় ২ থেকে আড়াই হাজার পরিবারের বসবাস। ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা ভাড়া দিয়ে মূলত নিম্ন আয়ের মানুষজন বস্তিটিতে থাকেন। বস্তিটিতে প্রায় কয়েক হাজার ঘর রয়েছে। এর মধ্যে আগুন কয়েকশ ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পানির স্বল্পতা রয়েছে। আগুনের তীব্রতা ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আমাদের বেগ পেতে হচ্ছে।
এমজে