নকল বৈদ্যুতিক পণ্য তৈরি ও বিক্রির দায়ে ১০ প্রতিষ্ঠানকে ২৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, লালবাগ, বংশাল, ওয়ারী ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অনুমোদনহীন বৈদ্যুতিক তার এবং নকল কেমিক্যাল, লুব্রিকেন্টস ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনের প্রমাণ পায় র‌্যাব। 

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত  র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।  

অভিযানকালে যাত্রাবাড়ীর রাজু ক্যাবলসকে দুই লাখ টাকা, ইমরান ইলেকট্রনিক্সকে চার লাখ টাকা, বাংলাদেশ ট্রাস্ট ক্যাবলসকে দুই লাখ টাকা, ফতুল্লার এক্সপ্রেস লুব্রিকেন্টসকে ৬ লাখ, কামরাঙ্গীরচরের সিটি প্লাইউড ইন্ডাস্ট্রিজকে তিন লাখ টাকা, ইমরান কেমিক্যালকে এক লাখ ১০ হাজার টাকা, লালবাগের বিআরডি ক্যাবলসকে দুই লাখ টাকা, বংশালের মুসা ক্যাবলসকে দুই লাখ টাকা, ওয়ারীর সিলভি ক্যাবলসকে দুই লাখ এবং ওমর ক্যাবল কারখানাকে নগদ দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এএসপি সোয়েব বলেন, দীর্ঘদিন যাবত এ অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন বৈদ্যুতিক তার এবং নকল কেমিক্যাল, লুব্রিকেন্টস ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিলেন।

জেইউ/এসকেডি