শ্বশুরবাড়ির পাশ থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার, স্ত্রীসহ আটক ৩
প্রবাসী মনছুর আলী/ ছবি : সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে মাটিচাপা অবস্থায় মনছুর আলী (২৭) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা হাসনা ভিটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
মনছুর পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা ফকিরহাট এলাকার ফরিদ আহমদের ছেলে। তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন।
পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি দেশে আসেন মনছুর। ১ মার্চ বাড়িতে থেকে বের হয়ে আর ফেরেননি। এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরবর্তীতে ৮ মার্চ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মনছুরের সর্বশেষ অবস্থান শনাক্ত করে। একই সঙ্গে স্থানীয় সোর্সদের সহায়তায় আজ (মঙ্গলবার) শ্বশুরবাড়ির পাশে ২০০ গজের মধ্যে একটি গর্তের ভেতর থেকে মনছুরের মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মনছুরের বাড়ি এবং শ্বশুর বাড়ি তিন কিলোমিটারের মধ্যেই। তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর/এসকেডি