চা বাগানে লেক খনন, শিল্পপতি নাদের খানের বিরুদ্ধে মামলা
রামগড় চা বাগানে লেক খননের অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানায় শিল্পপতি নাদের খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিজ্ঞাপন
নাদের খান ইতালিভিত্তিক পানির পাম্প ব্র্যান্ড পেডরোলোর বাংলাদেশি প্রতিষ্ঠান পেডরোলো এনকে লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি হালদাভ্যালী টি কোম্পানি লিমিটেড এবং নিউ ইন্ডিয়া টি কোম্পানি লিমিটেড তথা রামগড় চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক।
মামলার অভিযোগে বলা হয়, নাদের খান বাগানবাজার ইউনিয়নের রামগড় মৌজার বিভিন্ন দাগের মোট ১৩৯৯ দশমিক ৮২ একর জমি সরকারের কাছ থেকে ইজারা নেন। ওই জমির ১২৭৬ দশমিক ৩৪ একর চা বাগানের নামে জরিপ রয়েছে। বাগানে ৪৮ দশমিক ৯ একর জমি খালি আছে। ওই জমিতে তিনি সরকারের অনুমতি ছাড়া লেক খনন করেন। মঙ্গলবার সেখানে অভিযান পরিচালনা করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম। তিনি ঘটনার সত্যতা পেলে এদিন রাতে থানায় মামলা দায়ের হয়।
বিজ্ঞাপন
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী ঢাকা পোস্টকে বলেন, নাদের খানের বিরুদ্ধে মামলা হয়েছে। এটি তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হবে।
এমআর/এমজে