সচিবালয়ের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ভোটগ্রহণ চলছে। মোট ১২টি পদের বিপরীতে ভোটে লড়ছেন ২৯ জন কর্মকর্তা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। মোট ভোটার ২ হাজার ৯০৯ জন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে রয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান মজুমদার। ২৬ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে বিরাজ করছে উৎসবের আমেজ। নিরাপত্তার দায়িত্বে সক্রিয় আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

এসএইচআর/কেএ