রাজধানীর রমনার কাকরাইল মোড় এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মো. আব্দুল্লাহ লিমন(৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের দুলাভাই কাজল ঢাকা পোস্টকে বলেন, আমার শ্যালক নারায়ণগঞ্জ থেকে এক বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে ঢাকায় আসছিল। বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে নারায়ণগঞ্জে যাবার পথে কাকরাইল মোড় এলাকায় একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তার নারায়ণগঞ্জে নাভানা কোম্পানির ব্যাটারির ডিলারশিপ রয়েছে। সে নারায়ণগঞ্জের কলেজ রোড এলাকার ২৮/০২ নম্বর বাসায় থাকত। সে মো. মজিবুর রহমানের সন্তান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এমজে