শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞান চর্চা আরও বাড়িয়ে তুলতে এবং বিজ্ঞানের বিভিন্ন মজার প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে শিশু-কিশোরদের আরও বেশি উৎসাহিত করার জন্য বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘রকেট মেকিং ওয়ার্কশপ’। যেখানে বাচ্চারা নিজেরাই মডেল রকেট তৈরি করেছে এবং তাদের তৈরি করা রকেট উৎক্ষেপণের মাধ্যমে তারা রকেটের বিভিন্ন পার্টস সম্বন্ধে জেনেছে, রকেটের অতীত ইতিহাস, রকেট কীভাবে কাজ করে, সেই সঙ্গে ম্যাথম্যাটিক্যাল বিভিন্ন ক্যালকুলেশনগুলো কীভাবে করার মাধ্যমে একটা রকেট আকাশে উড়তে পারে সেই বিষয়ে তাদের ধারণা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টা থেকে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত এই ওয়ার্কশপে সারাদেশ থেকে ৪ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজনটিতে বাচ্চারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তিন ধরনের মডেল রকেট, ওয়াটার রকেট এবং ভেহিক্যাল রকেট তৈরি করে।

আয়োজনটিতে সহ আয়োজক হিসেবে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, এই ওয়ার্কশপটির মাধ্যমে বাচ্চাদের মনের মধ্যে একটি বিজ্ঞানের বীজ বপন করা হলো, এদের মধ্যে থেকেই আমরা আমাদের ভবিষ্যৎ বিজ্ঞানীকে দেখতে পাব এবং বাংলাদেশ ইনোভেশন ফোরামের এই আয়োজন আমাকে অভিভূত করেছে। আমরা সামনের দিনগুলোতে একসঙ্গে আরও বড় পরিসরে কাজ করব।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক (যুগ্মসচিব) এ. কে. এম. লুৎফুর রহমান সিদ্দীক এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল জহুরা বেগম।

এ প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে স্পেস ইনোভেশন ক্যাম্পের ক্রু চিফ আরিফুল হাসান অপু বলেন, বাচ্চাদের মাঝে খেলার ছলে মহাকাশ বিজ্ঞানকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এ ধরনের প্রোগ্রাম আমরা সারা বছর করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের এই ওয়ার্কশপ, তবে আগামীতে এই সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথম্যাটিকস, কম্পিউটিং এবং অন্যান্য বিষয়ে তাদের সিলেবাস ভিত্তিক এডুকেশন সিস্টেমে আনার জন্য খুব দ্রুতই আমরা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি স্পেস অলিম্পিয়াড বাংলাদেশ। যেটার প্রি-রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। যে কেউ চাইলে spaceolympiadbd.com থেকে রেজিস্ট্রেশন করে রাখতে পারে।

আয়োজনটিতে সহযোগিতায় ছিল হুইসেল এবং পিক্সেল নেট টেকনলোজিস্ট। ইভেন্ট পার্টনার ইভেন্ট ফ্লুয়েন্ট এবং ই-টিকিটিং পার্টনার ই-সফট।

/এসএসএইচ/