‘উত্তরা নাট্যাঙ্গন’-এর প্রথম মঞ্চায়ন ‘তাহার নামটি রঞ্জনা’
নাটক সমাজের দর্পণ। মানুষের জীবনের নানামুখী অসংগতি নিয়ে নাট্যকার তার আপন ভুবনের মাধুর্য দিয়ে সাজিয়ে তোলেন মনের অভিব্যক্তি আর কুশীলবদের দক্ষতায় তা প্রোথিত হয় দর্শক-হৃদয়ে।
বিজ্ঞাপন
এমনই এক নাটক ‘তাহার নামটি রঞ্জনা’। নাটকটির শুরু থেকে শেষ পর্যন্ত একজন ফাঁসির আসামিপ্রাপ্ত ব্যক্তিত্ব সম্পন্ন যুবকের আত্মকথন হলেও রচয়িতার দক্ষতায় এবং অভিনেতাবৃন্দ ও অভিনেত্রীর অভিনয়ের নিপুণতায় এক মায়াময় আত্মরোদন তৈরি হয় দর্শকের মাঝে।
বিজ্ঞাপন
নাটকটি রচনা করেছেন বিধায়ক ভট্টাচার্য, পরিচালনা করেছেন জনি মাহমুদ। এটি ‘উত্তরা নাট্যাঙ্গন’-এর প্রথম মঞ্চায়ন।
১৮ মার্চ ২০২৩ তারিখে, উত্তরার ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইন্সটিটিউট মিলনায়তনে সন্ধ্যা ৭:০০টায় নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকটিতে অভিনয় করেন মেজবাহ, ফারুক হোসেন, বিপুল সরকার, প্রাপ্তি ও জনি মাহমুদ।