নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা (ফাইল ছবি)

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ সিটি করপোরেশনের ভোট সিসি ক্যামেরার মাধ্যমে হবে। আর ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

বুধবার (২২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আসন্ন সিটি করপোরেশন ভোটে সিসি ক্যামেরার ব্যবহার হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘চলতি বছর অনুষ্ঠেয় পাঁচ সিটি নির্বাচনে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করবো। আর ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। পাশাপাশি এখন পর্যন্ত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত রয়েছে। সামনে কী হবে তা এখনই বলতে পারবো না। তবে আমাদের ইচ্ছা আছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাতা সংস্থাগুলোর কোনো সহায়তা নেবেন কি-না জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘সেরকম যদি হয়, আমাদের তো নিতে অসুবিধা নেই। তবে কে কী দেবে বা কিভাবে হবে সেটা আগে দেখতে হবে। কোন সংস্থা সহায়তা করতে চাইলেও সিদ্ধান্ত কমিশন নিবে।’

এসআর/এমজে