ডিআইএমএফএফ-২০২৪ এর মিডিয়া পার্টনার ঢাকা পোস্ট
১০ম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব - ডিআইএমএফএফ ২০২৪ এর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম শীর্ষ স্থানীয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট।
শনিবার (২৫ মার্চ) রাজধানীর বারিধারার সোহরাওয়ার্দী এভিনিউতে অবস্থিত ঢাকা পোস্টের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সম্পাদক মহিউদ্দিন সরকার এবং ডিআইএমএফএফের পক্ষে স্বাক্ষর করেন উপদেষ্টা সৈয়দা সাদিয়া মাহ্জাবীন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এইচ এম গোলাম মুর্তজা ও মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হক।
বিজ্ঞাপন
ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব ২০২৪ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে আগামী ৩ এপ্রিল। একই দিন থেকে শুরু হচ্ছে এবারের আসরের জন্য চলচ্চিত্র জমা নেওয়া। এবারের আসরে ভার্টিক্যাল ফিল্ম এবং মোজো স্টোরিসহ সর্বমোট পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে চলচ্চিত্র জমা দিতে পারবেন অংশগ্রহণকারীরা।
‘নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি, নতুন যোগাযোগ’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব।
চলচ্চিত্র জমা এবং আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://dimff.net/
/এসএসএইচ/