নিজেদের প্রত্যেক বিভাগের কার্যাবলী সম্পর্কিত গাইডলাইন প্রণয়ন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (৩১ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে ১৭ সদস্যের একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেন।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, এই কমিটির সভাপতি করা হয়েছে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির সচিবকে।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা,প্রধান সম্পত্তি কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, আইন কর্মকর্তা, পরিবহন মহাব্যবস্থাপক,প্রধান নগর পরিকল্পনাবিদ, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, নিরীক্ষা কর্মকর্তা, সিস্টেম এনালিস্ট, জনসংযোগ কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এএসএস/এসকেডি