‘আইজ আর আমাদের ইফতার নাই। এতো বড় ক্ষয়ক্ষতির পর কারোরই ইফতার খাওয়ার আনন্দ নাই’, এভাবেই আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন বঙ্গবাজারের ব্যবসায়ী সালাম হোসেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে আনুমানিক দুই হাজার কোটি টাকার। চাকরি হারিয়ে বেকার হওয়ার পথে ৫০ হাজার কর্মচারী। ব্যবসায়ীরা এখন ব্যস্ত ক্ষতির হিসাব মেলাতে।  

এমনিতে রোজার মাসে বিশাল এ মার্কেটটিতে প্রতিদিন ইফতারিতে আয়োজন হতো। ব্যবসায়ী-কর্মচারীরা মিলে একত্রে ইফতার সারতেন, এমনকি ক্রেতারাও তাদের সঙ্গে যোগ দিতেন। তবে আজকের পর থেকে সেসবই স্বপ্ন। আর হবে না ইফতার আয়োজন।

কথা হয় ব্যবসায়ী আকরামুল হকের সঙ্গে। তিনি বলেন, কর্মচারীদের সঙ্গে নিয়ে ইফতার করতাম। আজকের পর থেকে আর সেটা হবে না।

আরেক ব্যবসায়ী ইকরামুল বলেন, যে ধাক্কা খেলাম তারপরে আর ইফতারি খাওয়ার আনন্দ নেই।  
পাইকারি শার্ট বিক্রেতা মাসুম আখতার ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলেন। ইফতার করার প্রসঙ্গে বলেন, ইফতার করা হবে কিনা জানি না ভাই।

ওএফএ/এসকেডি