ইন্দো-প্যাসিফিক ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ পররাষ্ট্র নীতি থেকে কখনও বিচ্যুত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ভূ-রাজনীতির প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ইন্দো প্যাসিফিক নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সেহেলী সাবরীন বলেন, দেশের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ, উন্নয়নকে উৎসাহিত করা, জীবিকা এবং মানুষের জীবনমানের উন্নয়ন করা আমাদের পররাষ্ট্র নীতির প্রাথমিক ভিত্তি। এসব অনেকাংশে নির্ভর করে বঙ্গোপসাগরসহ বিভিন্ন সাগর ও মহাসাগরে মুক্ত ও অন্তর্ভুক্তমূলক বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর। এ বিশাল বিশ্ব বাণিজ্য রুটের পাশের দেশ হিসেবে বাংলাদেশ ভূ-রাজনৈতিকভাবে উন্নয়নে সাগর-মহাসাগরে যে কানেক্টিভটি, তাতে সম্পৃক্ত থাকবে।

মুখপাত্র বলেন, আমরা সকলকে আশ্বস্ত করতে পারি যে, বাংলাদেশ শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ভূ-রাজনীতির প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকবে। অর্থনীতি ও উন্নয়নকে কেন্দ্রে রেখে ইন্দো-প্যাসিফিক সম্পর্ক নিয়ে মন্ত্রণালয় কাজ করছে।

জাতিসংঘে ভোটের ব্যাখ্যায় যা বললেন মুখপাত্র

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। বাংলাদেশের ভোটদানে বিরত থাকার কারণ হিসেবে মুখপাত্র জানান, যখনই জাতিসংঘে কান্ট্রি বেসিস ভোটের ব্যাপার থাকে নির্দিষ্ট রেজুলেশন হয়, তখন বাংলাদেশ সাধারণত ভোটদানে বিরত থাকে। যেহেতু ইউক্রেন এবং রাশিয়ার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। সেজন্য রেজুলেশনে কী আছে, সেটা পরীক্ষা করে আমরা মতামত জানাব। 

ইউক্রেনে কথিত যুদ্ধাপরাধের তদন্তের মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য মঙ্গলবার (৪ এপ্রিল) জাতিসংঘে ওই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারতও ভোটদানে বিরত ছিল। অবশ্য বাংলাদেশ-ভারতসহ বেশ কয়েকটি দেশ ভোটদান থেকে বিরত থাকলেও প্রস্তাবটি পাস হয়েছে।

তিস্তার খাল খননের জবাব এখনও দেয়নি ভারত

তিস্তার পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গে নতুন করে দুটি খাল খননের বিষয়ে জানতে চেয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া কূটনৈতিক পত্রের (নোট অব ভারবাল) জবাব এখনো দেয়নি ভারত।

এ বিষয়ে জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, দিল্লি থেকে আমরা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আপডেট পাইনি।

সম্প্রতি ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের জন্য প্রায় এক হাজার একর জমির মালিকানা পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সেচ বিভাগ।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে সেচ বিভাগকে জমির মালিকানা হস্তান্তর করেছে জলপাইগুড়ির জেলা প্রশাসন। এ জমির মাধ্যমে তিস্তার পূর্ব তীরে দুটি খাল খনন করবে প্রশাসন।

‘রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে র‌্যাবের ব্যবহার ‘নয়’

র‌্যাব সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, র‌্যাব দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করে, করে যাচ্ছে। কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য র‌্যাবকে ব্যবহার করা হচ্ছে না। এ ব্যাপারে আমরা নিশ্চিত।

ভিসা বাণিজ্যে জড়িত বাংলাদেশিদের বিষয়ে কোনো তথ্য দেয়নি সৌদি

সৌদি আরবে ভিসা বাণিজ্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিসা বাণিজ্যে আট বাংলাদেশির মধ্যে ছয়জনের পরিচয় আমরা জানতে পেরেছি। এ ইস্যু সৌদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় রয়েছে। সেখান থেকে কোনো আপডেট হলে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে, তারা আবার আমাদের দূতাবাসকে জানাবে। 
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি সৌদি আরব। 

এনআই/এসকেডি