রাজধানীতে দেয়াল চাপায় যুবকের মৃত্যু
রাজধানীর মাতুয়াইলের দক্ষিণপাড়া এলাকায় দেয়াল চাপায় মো. শাহাদাত মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পিকআপে মালামাল উঠানোর সময় ব্যাক গিয়ারে (পেছনে) দিলে সেটি গিয়ে দেয়ালে ধাক্কা দেয়।
সোমবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টায় মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের বড় ভাই রিপন জানান, সোমবার রাত ১০টার দিকে আমার ছোট ভাই শাহাদাত পিকআপ গাড়িতে কার্টুনের বাক্স উঠানো শেষ করে। এরপর গাড়িটি পেছন দিকে ব্যাক দিলে দেয়ালে ধাক্কা লাগে। ওই অবস্থায় পেছনের একটি দেয়াল ভেঙে চাপা পড়ে শাহাদাত। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।
তিনি আরও জানান, আমাদের তিন ভাইয়ের মধ্যে শাহাদাত ছিল সবার ছোট। আমাদের বাড়ী ভোলার লালমোহন থানার চতলা গ্রামে।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।
এসএএ/ওএফ