ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলি করা কর্মকর্তারা হলেন- ডিএমপি’র সদর দপ্তর প্রশাসনের আরওআই ইন্সপেক্টর মো. কাউয়ুম শেখকে ডেভেলপমেন্ট বিভাগের (প্ল্যানিং, রিচার্স অ্যান্ড হিউম্যান রিসোর্স) বিভাগে, এস্টেট বিভাগের ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিনকে ডিএমপি’র সদর দপ্তর প্রশাসনে, সবুজবাগ থানার ওসি মু. মোরাদুল ইসলামকে ডিবি ওয়ারী বিভাগে এবং ডিএমপি’র লাইনওআর এর ইন্সপেক্টর মো. আতিকুর রহমানকে সবুজবাগ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

জেইউ/জেডএস