সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। তিনি বলেছেন, জাতির পিতা যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, তারই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্নের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।

তিনি বলেন, আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩০। প্রত্যাশা ও সফলতার বার্তা নিয়ে এটি হাজির হয়েছে। মঙ্গল শোভাযাত্রা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। ইউনেস্কোর ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় মঙ্গল শোভাযাত্রা তার স্বকীয়তা হারাচ্ছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে কেএম খালিদ বলেন,  নিরাপত্তা বেষ্টনী যেটা দেখছেন, আগেও এটা ছিল। আমরা দেখেছি জোট সরকারের সময় রমনার বটমূলে বোমা হামলা হয়েছে। বোমা হামলা তাদের সরকারের একটি অংশ ছিল। একসঙ্গে ৬৪ জেলায় বোমা হামলা হয়েছিল।

তিনি আরো বলেন, আপনারা জানেন এবার মঙ্গল শোভাযাত্রা ‍নিয়ে হুমকিও এসেছে, একজন আইনজীবী হাইকোর্টে মামলা পর্যন্ত করেছেন মঙ্গল শোভাযাত্রা বন্ধ করার জন্য। সেই জায়গাটি থেকে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হয়।

ওএফএ/এমএ