রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে শাহবাগের আনন্দ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারির নাম মো. মনির হোসেন খান। 

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন মোল্লা জানান, কতিপয় মাদক কারবারি শাহবাগ থানার আনন্দ বাজার এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার খবরে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় মনিরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার মনির কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/কেএ