রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় নিউমার্কেট এলাকার প্রায় সব দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। মার্কেটগুলো হচ্ছে- নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, নুরজাহান মার্কেট ও ধানমন্ডি হকার্স মার্কেট। 

এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ রয়েছে নিউমার্কেট এলাকার যানচলাচলও। আগুন নেভানোর কাজে সহযোগিতার জন্য দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আগুন লাগার কারণে মার্কেট বন্ধ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ২ টার পর থেকে মার্কেট খুলতে শুরু করবে।

ধানমন্ডি হকার মার্কেটের ব্যবসায়ী আশিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত চলে আসি। আগুন লাগার কারণে মার্কেট বন্ধ রয়েছে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। একে একে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ারের ৩০টি ইউনিট। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের দাবি- ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে।

তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে। আগুন নেভানোর কাজে সহায়তা করেছে সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা।

এমআই/এমজে