ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ ইন্সপেক্টর পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত পুলিশ কর্মকর্তারা হলেন, ডিএমপির মিরপুর থানার পরিদর্শক (অপারেশন্স) মাহবুবুর রহমান সরকারকে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পরিদর্শক এসএম কামরুল হাসানকে ডিএমপির মিরপুর থানার পরিদর্শক (অপারেশন্স) হিসেবে বদলি করা হয়েছে।

জেইউ/এসএম