রেশনের তেল বিক্রির কথা বলে প্রতারণা
রাজধানীর শাহ আলী থানা এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে রেশনের মালামাল কমমূল্যে বিক্রির নামে প্রতারণার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা।
গ্রেপ্তারের নাম মো. এনামুল হক মনির। শুক্রবার (২৮ এপ্রিল) তাকে শাহ আলী থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ২৮ এপ্রিল শাহ আলী থানায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়।
বিজ্ঞাপন
শনিবার (২৯ এপ্রিল) ডিএমপির শাহ আলী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. আমিনুল ইসলাম বলেন, গত ১৪ এপ্রিল শাহ আলী থানার মাজার রোডে আব্দুর রহিম নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় গ্রেপ্তার মনিরের। তখন মনির নিজেকে ডিবি পুলিশের এএসআই পরিচয় দিয়ে পুলিশের আইডি কার্ড দেখায়। কথাবার্তার একপর্যায়ে মনির বলে তার কাছে প্রায় ৪ টন রেশনের ডাল, চিনি ও তেল আছে। এগুলো বিক্রি করে দিলে বিনিময়ে আব্দুর রহিমকে লভ্যাশং দেবে।
বিজ্ঞাপন
এর পরের দিন মনির আব্দুর রহিমকে জানায়, ডাল ও চিনি বিক্রি হয়ে গেছে। শুধু ১ হাজার ৫০০ লিটার তেল বাকি আছে। তেল ডেলিভারি নেওয়ার সময় রেশন স্টোর ইনচার্জকে ১ লাখ ৮০ হাজার টাকা দিতে হবে। তার কাছে ১ লাখ ৫০ হাজার টাকা আছে, বাকি ৩০ হাজার টাকা দিলে মনির পণ্য দিতে পারবে। আব্দুর রহিম মনিরের কথা বিশ্বাস করে ১৬ এপ্রিল বিকাশে ৩০ হাজার পাঠায়। কিন্তু মনির পণ্য না দিয়ে কালক্ষেপণ করতে থাকে। তখন আব্দুর রহিম বুঝতে পারেন তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। পরে আব্দুর রহিম অভিযোগের ভিত্তিতে গত ২৮ এপ্রিল শাহ আলী থানায় একটি মামলা রুজু করা হয়।
তিনি আরও বলেন, গতকাল শুক্রবার শাহ আলী থানার একটি টিম থানা এলাকায় অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড, ডিবির কটি পরিহিত ছবি ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তার এনামুল হক মনিরের বিরুদ্ধে ময়মনসিংহ সদর থানায় একটি দস্যুতার মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এমএসি/জেডএস