গাঁজা বিক্রির সময় মাদক কারবারি গ্রেপ্তার
জব্দ করা গাঁজা
রাজধানীর বংশালে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে বংশাল থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. শাহিদুল ইসলাম ওরফে শুক্কা।
বিজ্ঞাপন
সোমবার (১ মে) বিষয়টি জানিয়েছেন ডিবি উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ।
তিনি বলেন, বংশাল থানার আগা সাদেক রোডের বায়েজিদ রেকসীন হাউজের সামনে এক কারবারি গাঁজা বিক্রি করছে বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তার শাহিদুল দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করত।
গ্রেপ্তার শাহিদুলের বিরুদ্ধে বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।
এমএসি/কেএ