ছাদে তোষক রোদে দিতে গিয়ে নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুর থানার ঢাকা ম্যাচ এলাকায় ছাদে তোষক রোদে দিতে গিয়ে নিচে পড়ে ইউসুফ (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ইউসুফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী আক্তার ঢাকা পোস্টকে বলেন, বিকেলের দিকে দুই তালা ভবনের ছাদে তোষক রোদে দিতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। সে পেশায় একজন কারখানার শ্রমিক ছিলেন।
তিনি আরও বলেন, ইউসুফ শ্যামপুরের ওই বাসাতেই থাকতেন। তার বাড়ি কুমিল্লার লাকসামমে।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শ্যামপুর থানাকে জানিয়েছি।
এসএএ/এনএফ