কড়াইল বস্তি থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার
রাজধানীর বনানীর কড়াইল বস্তি থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মা হাসি (২২) ও তার ৪-৫ বছরের ছেলে নীরব।
মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে কড়াইল বস্তির বউ বাজার সংলগ্ন লেকপাড় থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া ঢাকা পোস্টকে বলেন, কড়াইল বস্তির বউবাজার সংলগ্ন লেকপাড়ে হাসি ও তার ছেলে নীরবের মরদেহ দেখে স্থানীয়রা আমাদের জানায়। পরে ঘটনাস্থলে বনানী থানার একটি টিম গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
ঘটনাটি কী মনে হচ্ছে প্রশ্নে ওসি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি হাসি ও নীরবকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে হাসির স্বামী রুবেলের (৩০) জড়িত থাকার সন্দেহ করছি। আমরা ধারণা করছি, পারিবারিক কলহের জের ধরে সে (রুবেল) তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে পালিয়েছে। তাকে আমরা আটকের চেষ্টা করছি।
বিজ্ঞাপন
ওসি নুরে আজম মিয়া বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।এরইমধ্যে মরদেহের সুরতহাল শেষ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রুবেল ও হাসি বেগমের মধ্যে কলহ লেগে থাকতো। হাসিকে প্রায়ই মারধর করত রুবেল। সর্বশেষ সোমবার রাতেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। রুবেলের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। সে ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করে।
এমএসি/জেডএস