নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ আলমগীর হোসেন(৩৩) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।

শুক্রবার(৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয় জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আজ দুপুরে আলমগীর হোসেন নামে আরো এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল।

তিনি আরো বলেন, তার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার রফিকপুর গ্রামে। সে ওই এলাকার আজাদ আলীর ছেলে ছিল।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়। বর্তমানে হাসিনা বার্ন ইনস্টিটিউটে রাব্বি (৩৫) ও ইব্রাহিম (৩৫) নামে ২ জন চিকিৎসাধীন আছেন।

এসএএ/এমজে