রাজধানীর রামপুরার জামতলা এলাকায় গাছে আম পাড়ার সময় অসাবধানতাবশত ডাল ভেঙ্গে নিচে পড়ে গিয়ে মোয়াজ্জেম ভূঁইয়া (৫০) নামের এক দারোয়ানের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল পৌনে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।

মোয়াজ্জেম ভূঁইয়ার স্ত্রী সালমা বেগম বলেন, আমার স্বামী রামপুরার জামতলায় হেলু মিয়ার বাড়িতে দারোয়ানের কাজ করতেন। আজ বিকেলে পাশের বাড়ির এক বৃদ্ধ মহিলা তাকে কিছু আম পেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। এসময় তার কথায় রাজি হয়ে তিনি গাছে উঠে আম পড়ার সময় অসাবধানতাবশত ডাল ভেঙে নিচে পড়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানান আমার স্বামী আর নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহকে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

এসএএ/এফকে