বাংলা‌দেশ মিশনসমূ‌হের মহাপরিদর্শক আসাদ আলম সিয়ামকে অস্ট্রিয়ার নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৯ মে ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে এক বার্তায় এ তথ‌্য জানানো হ‌য়ে‌ছে।

১৯৯৫ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়া সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলা‌দেশ মিশনসমূ‌হে গুরত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ক‌রে‌ছেন।

বর্তমানে বাংলা‌দেশ মিশনসমূ‌হের মহাপরিদর্শক হিসেবে দা‌য়িত্ব পালন করা সিয়াম ফরেন সা‌র্ভিস একা‌ডে‌মির রেক্ট‌রের দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। তি‌নি মন্ত্রণাল‌য়ে চিফ অফ প্রটোকলের দায়িত্ব পাল‌নের আগে ইউরোপ উইংয়ের মহাপরিচালক ছিলেন।

সিয়াম ফি‌লি‌পি‌ন্স এবং পালাউ‌য়ে বাংলা‌দে‌শের রাষ্ট্রদূ‌ত ছি‌লেন।

এর আগে ইতালির মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাই-কমিশনারের দায়িত্ব পালন করেন সিয়াম। এছাড়া জাকার্তা ও ব্যাংককে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।

বুয়েট থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক সিয়াম। পরে নেদারল্যান্ডসের ম্যাসট্রিক্ট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন তিনি। সিয়াম এক সন্তা‌নের জনক।

এনআই/এমজে