কক্সবাজারে বিদেশিদের জন্য এক্সক্লুসিভ জোন স্থাপনের সুপারিশ
কক্সবাজারে বিদেশি পর্যটকদের জন্য জরুরি ভিত্তিতে একটি এক্সক্লুসিভ জোন স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার (১০ মে) রাজধানীর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বিজ্ঞাপন
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তারও অংশ নেন।
বৈঠকে পর্যটন বিকাশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট আনুষঙ্গিক অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে সমন্বয় সভার সুপারিশ করা হয়। কমিটি বরিশাল বিমানবন্দর ভাঙনরোধে রানওয়ে সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে।
বিজ্ঞাপন
বৈঠকে সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর/জেডএস