রাজধানীর কদমতলী থানার পোস্তগোলা এলাকায় নির্মাণাধীন গাজী টাওয়ারের চতুর্থ তলা থেকে প্লাস্টার করার সময় মাচা ভেঙ্গে নিচে পড়ে বড় রাব্বি (২০) ও ছোট রাব্বি (১৮) একই নামে দুইজন শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৩ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বড় রাব্বিকে চিকিৎসক বেলা ১১টায় ও ছোট রাব্বিকে দুপুর পৌনে ১টায় মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বির চাচাতো ভাই সোহাগ ঢাকা পোস্টকে বলেন, আমি, বড় রাব্বি আর ছোট রাব্বি আমরা তিনজনই সম্পর্কে চাচাতো ভাই। আমাদের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার পাঁচটি গ্রামে। আজ সকালে চারতলা বিল্ডিংয়ের বাইরের পাশে প্লাস্টার করার সময় মাচা ভেঙ্গে নিচে পড়ে গিয়ে দুই রাব্বি গুরুতর আহত হয়। পরে দুইজনকে আহত অবস্থায় ঢামেকে নিয়ে এলে প্রথমে বড় রাব্বিকে এবং পরে ছোট রাব্বিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহদের হাসপাতালের বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছে।

এসএএ/এফকে