ডিএমপির ৩ এডিসিকে বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা আলাদা দুটি আদেশে এ বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) ডিএমপি কমিশনারের সই করা এক আদেশে বলা হয়, ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত এডিসি মো. শাহাদত হোসেন সুমাকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন ইন্টারনাল ওভারসাইটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন ইন্টারনাল ওভারসাইটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.রাকিবুল হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে বুধবার (১০ মে) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা আরও একটি আদেশে বলা হয়, ডিএমপির লজিস্টিকস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেনকে ডিবি ওয়ারী বিভাগের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।
বদলির দুই আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
বিজ্ঞাপন
এমএসি/কেএ