চলতি বছর ঢাকায় যৌথ বাণিজ্য কমিশনের সভা আয়োজনে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভিয়েতনাম। এছাড়া দুই দেশের মধ্যে আরও সহযোগিতা বাড়ানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন গঠনের প্রস্তাব করেছে ঢাকা।

রোববার (১৪ মে) ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের সভা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) করেছে বাংলাদেশ ও ভিয়েতনাম। বৈঠকে উভয়পক্ষ যৌথ বাণিজ্য কমিশনের সভা আয়োজনে সম্মত হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের সামগ্রিক বিষয় নিয়ে হওয়া দ্বিতীয় এফওসিতে উভয় পক্ষই ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে দুই দেশের মধ্যে সরাসরি বিমান সংযোগ চালুর করার ওপর জোর দেয়। উভয়পক্ষ ঢাকা এবং হ্যানয়ের মধ্যে শিগগিরই সরাসরি ফ্লাইট চালুর সম্ভবনাগুলো অন্বেষণ করতে সম্মত হয়েছে।

এফওসিতে ঢাকার পক্ষে বৈঠ‌কে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে ৯ সদস্য বিশিষ্ট হ্যানয়ের পক্ষে দেশটির ডেপুটি ফরেন মিনিস্টার দু হাং ভিয়েত নেতৃত্ব দেন।

বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল বাণিজ্য, পর্যটন ও সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, আইসিটি ও টেলিযোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

উভয়পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। তারা দুই দেশের উচ্চ পর্যায়ে সফর বিনিময়েও বিশেষ জোর দেন। এছাড়া দ্বিপাক্ষিক সহযোগিতার বর্তমান অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেছে উভয়পক্ষ।

এফওসিতে দুই আঞ্চলিক দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের প্রেক্ষাপটে আরও উপাদান যোগ করার জন্য একটি দ্বিপাক্ষিক এফটিএ সমাপ্ত করার সম্ভবনাগুলো অন্বেষণ সম্মত হয়েছে।

বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের লাভজনক প্রণোদনা ও সুযোগ-সুবিধা তুলে ধরে পররাষ্ট্রসচিব ভিয়েতনামের ব্যবসায়ী সম্প্রদায় এবং উদ্যোক্তাদের পারস্পরিক সুবিধার জন্য বিশেষ করে, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে সুযোগ সুবিধা গ্রহণের আহ্বান জানান।

মাসুদ বিন মোমেন বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত প্রত্যাবাসনের জন্য দ্বিপাক্ষিকভাবে এবং আসিয়ান কাঠামোর মধ্যে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য ভিয়েতনামকে অনুরোধ করেন। তিনি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশকে দ্রুত অন্তর্ভুক্ত করারও দাবি জানান।

পরববর্তী তথা তৃতীয় এফওসিতে ভিয়েতনামে হওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

এনআই/এসকেডি