উন্নয়ন উৎসবে ৩ বছরের সফলতা তুলে ধরবে ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের বর্তমান মেয়রের দায়িত্বগ্রহণের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে উন্নয়ন উৎসবের আয়োজন করেছে সংস্থাটি।
এদিকে আগামীকাল (মঙ্গলবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের দায়িত্বভার গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষ্যে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ‘উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রায় ৩ বছর’ শীর্ষক এক সংবাদ সম্মেলন করবেন মেয়র। সংবাদ সম্মেলনে মেয়র গণমাধ্যমকে ব্রিফ করবেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন।
বিজ্ঞাপন
সোমবার (১৫ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, উন্নয়ন উৎসব কেন্দ্রীয় এবং ওয়ার্ড পর্যায়ে অনুষ্ঠিত হবে। এছাড়া মতবিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি ব্যানার ,ফেস্টুন, ডিজিটাল বোর্ডে উন্নয়ন কার্যক্রম তুলে ধরবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বিজ্ঞাপন
এএসএস/এসকেডি