ঢাকা পোস্টের প্রতিবেদন
বৃহস্পতিবারের মধ্যেই আইএমইডি ছাড়তে হবে উপ-পরিচালক মিজানুরকে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের দুই মাস পরেও দীর্ঘদিনের কর্মস্থল ছেড়ে যাননি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) উপ-পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান মিয়া। বুধবার (১৭ মে) দুপুরে ঢাকা পোস্টে ‘প্রজ্ঞাপনের দুই মাস পরেও বদলি হননি আইএমইডি’র উপপরিচালক মিজানুর’ এ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদন প্রকাশেল পর বিকেলেই উপ-পরিচালক মিজানুরকে আগামীকাল বৃহস্পতিবারের (১৮ মে) মধ্যে আইএমইডি থেকে তাৎক্ষণিক অবমুক্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মিজানুর রহমান আইএমইডি’র সেক্টর-৬ এ উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন।
বিজ্ঞাপন
এর আগে, গত ২৩ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এডিপি) অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপ-সচিব রেহেনা আকতারের সই করা এক প্রজ্ঞাপনে আইএমইডি’র উপ-পরিচালক মিজানুর রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে বদলিপূর্বক নিয়োগ করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে প্রজ্ঞাপনের দুই মাস হতে চললেও তিনি এখনও আইএমইডি থেকে বদলি হননি।
বিজ্ঞাপন
১৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার ২৩.০৩,২৩ তারিখের প্রজ্ঞাপন নং ০৫.০০.০০০০.১৩৮.১৯.০০১.২২.১৭৩ এর মাধ্যমে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান মিয়াকে (২০৫০২) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। ওই কর্মকর্তা অদ্যাবধি বদলি হওয়া কর্মস্থলে যোগদান না করায় তিনি আগামী ১৮.০৫.২০২৩ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৮.০৫.২০২৩ তারিখ অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
এসআর/কেএ