ডিসি-ইউএনও কার্যালয়ের ৯৩৮ জ্যেষ্ঠ কর্মচারীর তালিকা প্রকাশ
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত ৯৩৮ জন জ্যেষ্ঠ কর্মচারীর তালিকা প্রকাশ হয়েছে। বুধবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ তালিকা প্রকাশ করেছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপারিন্টেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, পরিসংখ্যান সহকারী ও উচ্চমান সহকারী ৭৪৯ জন এবং সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ১৮৯ জন কর্মচারীর খসড়া জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২০ অনুযায়ী এ তালিকা করা হয়েছে। তালিকা করেছেন প্রশাসনিক কর্মকর্তার ফিডার পদধারীদের তালিকা প্রণয়ন, সংশোধন ও হালনাগাদকরণের জন্য গঠিত কমিটি।
বিজ্ঞপ্তির বিষয়ে কোনো আপত্তি, অভিযোগ ও পরামর্শ থাকলে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে (৯ মে) লিখিতভাবে জানাতে সংশ্লিষ্ট সবাকে অনুরোধ করা হয়েছে।
তালিকা দেখতে ক্লিক করুন এখানে।
বিজ্ঞাপন
এসএইচআর/এইচকে