রাজধানীর সবুজবাগ থানা এলাকার একটি বাসা থেকে তমা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মে) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার।

তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা বিকেল পৌনে পাঁচটায় খবর পেয়ে ওই নারীর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মৃত তমা আক্তার ও তার স্বামী আল আমিন সবুজবাগ থানার ছায়ার নিবিড় কালভার্টের পাশে রিনা বেগমের বাসায় ভাড়া থাকতো। তমা আক্তারের সঙ্গে তার মায়ের ঝগড়া হয়। এরপর সে নিজ ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে তার স্বজনরা জানতে পেরে সবুজবাগ থানায় খবর দেয়।

তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এসএএ/এমজে