রাজধানীর হাজারীবাগ থানার আলামিন এতিমখানা অলিল্লা বোর্ডিংয়ের চারতলার ছাদ থেকে পড়ে আহত রাকিবুল হাসান (১১) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ মে) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সে মারা যায়।

মৃত রাকিবুল হাসানের মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মাদ্রাসার চতুর্থতলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে রাকিবুল আহত হয়। সে মাদ্রাসার হেফজখানার ছাত্র ছিল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মধ্যরাতে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০৪ নম্বর ওয়ার্ডে সকালে মারা যায় সে।

তিনি আরও বলেন, তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুধল গ্রামে। সে ওই এলাকার আনিসুর রহমানের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাজারীবাগ থানাকে জানিয়েছি।

এসএএ/জেডএস