‌‘সবুজ যুদ্ধ, সবুজে মুক্তি, একসঙ্গে জলবায়ু রুখি’ স্লোগান সামনে রেখে বিশ্বব্যাপী সর্বোচ্চ সংখ্যক সবুজ মানব প্রাচীর তৈরি করে বিশ্ব রেকর্ড করেছে গ্লোবাল ল থিঙ্কার্স সোসাইটি (জিএলটিএস)। বিশ্বব্যাপী পরিবেশ পুনরুদ্ধারের জন্য অঙ্গীকারবদ্ধ সংগঠনটি বাংলাদেশের ৮টি বিভাগের ৯টি জেলায় এবং বিশ্বের ৫টি মহাদেশের ১১টি দেশে ২৬ মিনিটের জন্য ১৮টি সবুজ মানব প্রাচীর গঠন করে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডে নাম লেখায় সংগঠনটি৷ 

শনিবার (২০ মে) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় গ্লোবাল ল থিঙ্কার্স সোসাইটি৷

সংবাদ সম্মেলনে গ্লোবাল ল থিংকার্স সোসাইটির সভাপতি রওমান স্মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভ ডোলান্ড। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা সবাই ফাউন্ডেশনের নির্বাহী আমজাদ হোসেন অপু৷

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বর্তমান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং পরিবেশকে পুনর্জীবিত করার একমাত্র উপায় হলো বৃক্ষ রোপণ এবং বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির শিকার হওয়ার দেশগুলোর মধ্যে অন্যতম। সুদূর ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনজনিত সংকট আরও ঘনীভূত হবে। তা মোকাবিলায় সকলের সহযোগিতায় জিএলটিএস বাংলাদেশে ১০ লাখ এবং সারা পৃথিবীর যে দেশগুলো জলবায়ুজনিত হুমকিতে রয়েছে সেখানে ১ কোটি বৃক্ষ রোপণের কার্যক্রম চালাতে চায়। কার্যত বর্তমান প্রেক্ষাপটে এ গাছের সংখ্যা খুবই কম কিন্তু জিএলটিএস মূলত এই কার্যক্রম শুরু মাধ্যমে সকল মানুষের মধ্যে পরিবেশ প্রেম এবং গাছের অপরিহার্য তুলে ধরতে চায়৷

বাংলাদেশ থেকে বাংলাদেশ স্কাউট, ওয়াটারকিপার্স বাংলাদেশ, ইপসা, আমার সবাই ফাউন্ডেশন, সম্প্রীতি, সৌহার্দ্য, সিএসডাব্লিউপিডিসহ আরও ১৬টি সংগঠন এ রেকর্ড গড়তে সহযোগিতা করে৷ 

এমএম/এসকেডি