বিসিএস ট্রেড ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউর সম্পাদক রিফাত
বিসিএস ট্রেড ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশনের ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে মো. জিয়াউর রহমানকে (যুগ্ম-নিয়ন্ত্রক) সভাপতি এবং রিফাত হাসান (সহকারী নিয়ন্ত্রক) সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২০ মে) আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তরের সম্মেলন কক্ষে বিসিএস (ট্রেড) ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়। সভা থেকেই ১০ সদস্যের কমিটি গঠন করা হয়।
বিজ্ঞাপন
সহ-সভাপতি মনোনীত হয়েছেন দুইজন। এর মধ্যে আবদুর রহিমকে (যুগ্ম-নিয়ন্ত্রক) ১ নম্বর সহ-সভাপতি ও আবু সালেহ মোহাম্মদ ইমরানকে (যুগ্ম-নিয়ন্ত্রক) দুই নম্বর সহ-সভাপতি করা হয়েছে।
মোহাম্মদ মাহমুদুল হককে (উপ-নিয়ন্ত্রক) সহ-সাধারণ সম্পাদক, মো. হাবিবুর রহমান সুমনকে (সহকারী নিয়ন্ত্রক) সাংগঠনিক সম্পাদক ও মো. সিরাজুল ইসলামকে (সহকারী নিয়ন্ত্রক) অর্থ ও দপ্তর সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞাপন
কার্যনির্বাহী সদস্য পদে তিনজনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন- শামীমা আকতার (যুগ্ম নিয়ন্ত্রক), মোহাম্মদ খায়রুল আলম (যুগ্ম নিয়ন্ত্রক) ও মোসা. ফাতেমা খাতুন (সহকারী নিয়ন্ত্রক)।
এসএইচআর/ওএফ