ডিএনসিসির তিন প্রকৌশলীকে রদবদল
প্রশাসনিক স্বার্থের কথা উল্লেখ তিন প্রকৌশলীকে নিজ বিভাগ থেকে অন্য বিভাগে বদলির পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
শনিবার (২০ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসি সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছেন।
বিজ্ঞাপন
সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান জানান, তিন প্রকৌশলীর মধ্যে ডিএনসিসির জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমকে প্রধান প্রকৌশলীর দপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়া সিভিল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে নিজ দায়িত্বসহ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের অতিরিক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে রদবদল করা হয়েছে। পাশাপাশি জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. নুরুজ্জামান খানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিবেশ সংক্রান্ত কার্যক্রমের ফোকাল পারসন হিসেবে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান।
এএসএস/এসএসএইচ/