কলাপাতা কাটায় খুন, গ্রেপ্তার চাচাতো ভাই
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গৃহবধূ ফাতেমা বেগম হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২০ মে) নগরের বন্দর থানার ঈশান মিস্ত্রীর হাট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রেজাউল করিম (৩৫) ও তার স্ত্রী নাসিমা আকতার (৩৪) এবং ছখিনা খাতুন (৫০)। তাদের তিনজনের বাড়ি আনোয়ারার বৈরাগ এলাকায়।
বিজ্ঞাপন
র্যাব জানায়, ফাতেমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি পাশাপাশি। গত ১৭ মে বিকেলে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাই রেজাউলের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফাতেমার মাথায় আঘাত করে রেজাউল ও তার পরিবারের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ১০টার দিকে ফাতেমা মারা যান।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, তুচ্ছ ঘটনায় আনোয়ারায় নারী খুনের ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যান। পরে র্যাব তাদের ওপর নজরদারি করে। একপর্যায়ে শনিবার অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এমআর/এমজে