নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি মোহাম্মদ মাকসুদ আলম
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হয়েছেন নৌ বাহিনীর কর্মকর্তা কমডোর মোহাম্মদ মাকসুদ আলম।
রোববার (২১ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
কমডোর মোহাম্মদ মাকসুদ আলমকে প্রেষণে নিয়োগ দিতে ইতোমধ্যে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
আর নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা কমডোর মো. নিজামুল হককে নৌ বাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এসএইচআর/এমজে