কোড শেয়ারিং করে বাংলাদেশিদের বাহরাইন পাঠাবে বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোড শেয়ারিং করে বাংলাদেশিদের বাহরাইন পাঠাবে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।
রোববার (২১ মে) কুর্মিটোলার বলাকা ভবনের কনফারেন্স রুমে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
শফিউল আজিম বলেন, জুনের দ্বিতীয় সপ্তাহে গালফ এয়ারের সঙ্গে কোড শেয়ার চুক্তি করা হবে। আর এর মাধ্যমে ঢাকা থেকে বাহরাইনে যাত্রী পরিবহনে পারস্পরিক সহযোগিতা প্রদান করা হবে।
জানা গেছে, কোড শেয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশি যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটবেন, তবে বিমানবন্দর থেকে গালফ এয়ারের প্লেনে চড়ে বাহরাইন যাবেন এই কোড শেয়ার চুক্তির মাধ্যমে।
বিজ্ঞাপন
বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, শিগগিরই সপ্তাহে ৭ দিন প্রতিদিন ২৪ ঘণ্টা সেবা প্রদানের জন্য আন্তর্জাতিক মানের কল সেন্টার চালু করা হবে। এলক্ষ্যে কার্যক্রম শুরু করা হবে। এছাড়া অনলাইনে চেক ইন, সিট সিলেকশন, ডেট চেঞ্জ ইত্যাদি সেবা ইতোমধ্যে চালু করা হয়েছে।
ফ্লাইট অপারেশন ও পাইলদের প্রসঙ্গ তুলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, বিমানের ১৭৬ জন দক্ষ ও অভিজ্ঞ পাইলট রয়েছে। যার মধ্যে ৪ জন বিদেশি পাইলট। বিমানের রয়েছে আন্তর্জাতিক মানের এবং অভিজ্ঞ ইন্সট্রাকটর পাইলট। ড্যাশ ৮, বোয়িং ৭৩৭, বোয়িং ৭৮৭, বোয়িং ৭৭৭ অর্থাৎ বিমানের বহরে থাকা সব ধরনের উড়োজাহাজের জন্য নিজস্ব ইন্সট্রাকটর পাইলট রয়েছে। দেশের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সের পাইলটদের ট্রেনিং দেওয়ার জন্য বিমানের ১৪ জন ইন্সট্রাকটর পাইলট রয়েছে। ইতোমধ্যে মঙ্গোলিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ এর পাইলটগণকে প্রশিক্ষণ দিচ্ছে বিমান। নরিতার মতো নতুন রুটে ফ্লাইট পরিচালনার জন্য পাইলটদের প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। দক্ষতা উন্নয়নে প্রতিবছরই পাইলটদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে থাকতে হয়।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএসএস/এমএ