হেফাজত নেতা হারুন ইজহার জামিনে মুক্ত
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহার জামিনে মুক্ত হয়েছেন। সোমবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহীম।
বিজ্ঞাপন
এর আগে, ২০২১ সালের ২৮ এপ্রিল দিবাগত রাতে নগরের খুলশী থানার লালখান বাজার মাদরাসা থেকে র্যাবের একটি দল হারুন ইজহারকে গ্রেপ্তার করে। এরপর তাকে একাধিক সহিংসতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস ঢাকা পোস্টকে বলেন, সোমবার রাতে তিনি মুক্ত হয়েছে। তাকে মোট ২৮টি মামলা দেওয়া হয়েছিল। সবগুলোতে তিনি জামিন পেয়েছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, ২০১৩ সালের ১০ জুলাই চট্টগ্রামের লালখান বাজার মাদরাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় হারুন ইজহার গ্রেপ্তার হন। সেবার দীর্ঘদিন কারাগারে থাকার পর মুক্তি পান তিনি।
এমআর/এমএ