অবসরে যাচ্ছেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফিজুর রহমান
আগামী ২৪ মে অবসরে যাচ্ছেন জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান।
সোমবার (২২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী ২৪ মে থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ২৫ মে ২০২৩ থেকে ২৪ মে ২০২৪ তারিখ পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পি. আর. এল.) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
মোস্তাফিজুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৯১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরে মাঠ প্রশাসনের সব স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কর্মকাল অতিবাহিত করেন।
বিজ্ঞাপন
এসএইচআর/এমএ