গ্রিসের স‌ঙ্গে বাংলা‌দে‌শের ব্যবসা-বাণিজ্য আরও বৃ‌দ্ধির বিষ‌য়ে আশ্বাস দি‌য়ে‌ছেন দেশ‌টির অ্যাটিকা অঞ্চলের গভর্নর জর্জ প্যাটুলিস।

সোমবার রাতে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রদূত আসুদ ফেসবু‌কে লি‌খে‌ছেন, সম্প্রতি গ্রিসের অ্যাটিকা অঞ্চলের গভর্নর জর্জ প্যাটুলিসের সঙ্গে বৈঠক ক‌রে‌ছি। গভর্নর গ্রিসে অবস্থানরত অ‌বৈধ বাংলা‌দে‌শি‌দের জন্য দেশ‌টির চলমান বৈধকরণ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার বিষ‌য়ে আনন্দ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ব‌লেন, গ্রিসের স‌ঙ্গে বাংলা‌দে‌শের ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতির উন্নয়নে তি‌নি তার অবস্থান থে‌কে সব ধর‌নের সহ‌যো‌গিতার আশ্বাস দেন।

এনআই/এসএম