আজ কাজে যোগ না দিলে স্ট্যান্ড রিলিজ হবেন ২ অতিরিক্ত সচিব
আজকের মধ্যে বদলি হওয়া নতুন কর্মস্থলে যোগদান না করলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন দুই অতিরিক্ত সচিব। তারা হলেন- মো. নাজমুল হক খান ও সৈয়দ মুজিবুল হক। বুধবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৪ মার্চের প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. নাজমুল হক খানকে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করে নিয়োগ দেওয়া হয়। এখন পর্যন্ত তিনি এ পদে যোগদান করেননি। তাকে আগামী ২৫ মার্চের (বৃহস্পতিবার) মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করার অনুরোধ করা হয়েছে। অন্যথায় তিনি ২৫ মার্চ অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।
বিজ্ঞাপন
দ্বিতীয় প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৪ মার্চের প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মুজিবুল হককে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করে নিয়োগ দেওয়া হয়। এখন পর্যন্ত তিনি এ পদে যোগদান করেননি। তাকে আগামী ২৫ মার্চের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করার অনুরোধ করা হয়েছে। অন্যথায় তিনি ২৫ মার্চ অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।
এসএইচআর/ওএফ/এমএমজে
বিজ্ঞাপন