রাজধানীর তেজগাঁও থানার কুনিপাড়া এলাকার একটি গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলম (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। 

মৃতের ছেলে মোমিন বলেন, আমার বাবার কয়েকটি ভ্যান রয়েছে এবং নিজেও ভ্যান চালান। সকালে আমাদের গ্যারেজে গিয়ে ভ্যানের ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় ইলেকট্রিক তার বের হয়েছিল। দেখতে না পেয়ে ওই তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মোমিন আরও বলেন, বর্তমানে তেজগাঁও কুনিপাড়ার ২৩/এ নম্বর বাসায় আমরা ভাড়া থাকি। আমাদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এসকেডি