খুলনা ও বরিশাল সিটি করপোরেশন ভোট উপলক্ষ্যে পৃথক পৃথক ১০টি ‘কাস্টমাইজেশন টিম’ গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। খুলনাতে পাঁচটি ও বরিশালে পাঁচটি কাস্টমাইজেশন টিম গঠন করেছে ইসি।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক (তথ্য অনুসন্ধান) মো. রশিদ মিয়া স্বাক্ষরিক এক চিঠিতে সোমবার এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে ব্যবহৃত ইভিএম কাস্টমাইজেশনের জন্য সিটি কর্পোরেশন নির্বাচন (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) বিধিমালা, ২০১৯ এর বিধি ৫(১) অনুযায়ী ৫টি কাস্টমাইজেশন টিম গঠন করা হয়েছে। এই একই বিধিবিধান অনুযায়ী বরিশাল সিটি করপোরেশনের সাধারণ নির্বাচনেও কাস্টমাইজেশন টিম গঠন করা হয়েছে।

নির্বাচন ভবনের বেইজমেন্ট-১ এ কাস্টমাইজেশন সেন্টারে ইভিএম কাস্টমাইজেশন কার্যক্রম সম্পন্ন করা হবে। বিধি ৫(২) অনুযায়ী কাস্টমাইজেশন টিম ভোটকেন্দ্র ও কক্ষভিত্তিক এসডি কার্ড, পোলিং কার্ড এবং অডিট কার্ড কাস্টমাইজ ও পারসোনালাইজেশনের দায়িত্ব পালন করবেন।

এসআর/এসএম