প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন দুই পরিচালক
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন দুই পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন অর্থ বিভাগের উপসচিব এ এইচ এম জামেরী হাসান ও বিসিএস প্রশাসন একাডেমির উপ-পরিচালক রূপালী মণ্ডল।
বুধবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির আদেশে ওই দুই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ।
জনস্বার্থে জারি করা এই দুই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএইচআর/এসএম